প্রতিটি মানুষই তার কল্পনায় একজন অভিযাত্রী। মানুষের কল্পনার প্রশান্ত সাগর যেন সত্যিকার প্রশান্ত সাগরের থেকেও বেশি নীল, তার কল্পনার হিমালয় যেন বাস্তব হিমালয় থেকেও বেশি ভয়ংকর। কখনো কখনো এই কল্পনাগুলো কিছু চিত্র ও লেখার মাধ্যমে ফুটে উঠে যা যুগ যুগ ধরে মানুষের মনে ঠাঁই পেতে থাকে। বেলজিয়ান শিল্পী রেমি হার্জে রচিত ঠিক তেমনি একটি কমিক স্ট্রিপ সিরিজ হলো “The Adventures of Tintin” বাংলায় “দুঃসাহসী টিনটিন”। এই কমিকের মূল চরিত্র টিনটিন একজন রিপোর্টার ও অভিযাত্রী যে তার পোষা কুকুর স্নোয়িকে নিয়ে সারাবিশ্ব ঘুরে বেড়ায়। ১৯২৯ সালের ১০ জানুয়ারী “ল্য ভাঁতিয়েম সিয়েকল” নামক বেলজিয়ান পত্রিকার শিশুতোষ অংশে ফরাসি ভাষায় সর্বপ্রথম এই কমিক সিরিজটির আত্মপ্রকাশ ঘটে। একই সাথে অ্যাডভেঞ্চার, থ্রিলার, কৌতুক, কল্পকাহিনী, রহস্যে পরিপূর্ণ এই কমিক সিরিজটি যুগ যুগ ধরে সর্বমহলে গ্রহণযোগ্য ও প্রশংসিত হয়ে আসছে।
চরিত্রসমূহ
“The Adventures of Tintin” কমিক সিরিজটি মূলত বিংশ শতাব্দীর প্রেক্ষাপটে নির্মিত। এই সিরিজের প্রথম থেকে টিনটিনের সঙ্গী হিসেবে তার পোষা কুকুর স্নোয়িকে দেখা যায়। পরবর্তীতে ক্যাপ্টেন হ্যাডক, প্রফেসর ক্যালকুলাস, গোয়েন্দা জনসন ও রবসন সহ আরও অনেক পার্শ্ব চরিত্রের আত্মপ্রকাশ ঘটে।
টিনটিন
“The Adventures of Tintin” এর মূল চরিত্র টিনটিন একজন বিশ একুশ বছর বয়সের তরুণ। সে একজন ইনভেস্টিগেটিভ রিপোর্টার এবং সে তার ইনভেস্টিগেসনের জন্য পৃথিবীর বিভিন্ন অঞ্চল ভ্রমণ করে। ভ্রমণে তার সঙ্গী হিসেবে প্রিয় কুকুর স্নোয়ি সবসময় থাকে। এই কমিক সিরিজে টিনটিনকে একজন সৎ, সহানুভূতিশীল, আত্মমর্যাদাসম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও টিনটিনের মধ্যে সাহসী, বুদ্ধিমান, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, যুক্তি দিয়ে রহস্য সমাধানের মতো গুণগুলো দেখা যায়। কমিক সিরিজটিতে দেখা যায়, টিনটিন একজন দক্ষ ড্রাইভারও বটে। এমনকি কখনো কখনো তাকে ট্যাঙ্ক, স্পিডবোট, হ্যালিকপ্টারের মতো যান চালাতে দেখা যায়।

ক্যাপ্টেন হ্যাডক
ক্যাপ্টেন হ্যাডক এই অ্যাডভাঞ্চার কমিক সিরিজের একটি নিয়মিত চরিত্র। “The Crab with the Golden Claws” বা “কাঁকড়া রহস্য” বইয়ে টিনটিনের সাথে তার প্রথম পরিচয়। তিনি মূলত একজন অবসরপ্রাপ্ত নাবিক। টিনটিনের কমিক সিরিজগুলোতে তাকে হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করা হয়। প্রচন্ড বদমেজাজি ও সারাক্ষণ মদে বুঁদ হয়ে থাকা এই চরিত্রটিকে টিনটিনের সবথেকে প্রিয় বন্ধু হিসেবে দেখা যায়। তিনি ১৭ শতাব্দীর বিখ্যাত ফরাসি নাবিক ফ্রান্সিস হ্যাডকের বংশধর।

প্রফেসর ক্যালকুলাস
টিনটিনের কমিক সিরিজগুলোতে প্রফেসর ক্যালকুলাসকে বিজ্ঞানের বিভিন্ন শাখায় দক্ষ একজন ব্যক্তি হিসেবে ফুটিয়ে তোলা হয়েছে। “Red Rakham’s Treasure” বা “লাল বোম্বেটের গুপ্তধন” বইয়ে তার প্রথম আবির্ভাব ঘটে। মনভোলা ও কানে কম শুনতে পাওয়া এই চরিত্রটি একই সাথে হাস্যরসাত্মক ও মেধাবী বিজ্ঞানীরুপে উপস্থাপিত হয়েছে। প্রফেসর ক্যালকুলাসের হাঙর আকৃতির সাবমেরিন, চন্দ্রযান কিংবা মাদকাসক্তি নিরাময় বড়ি আবিস্কারের ঘটনা এই কমিক সিরিজটিতে কিছুটা কল্পকাহিনীর মাত্রা যোগ করে।

জনসন ও রনসন (Thompson and Thomson)
স্কটল্যান্ড ইয়ার্ডের দুইজন অদক্ষ গোয়েন্দা হলো জনসন ও রনসন যারা পুরো কমিক সিরিজ জুড়ে হাসির খোরাক যোগায়। তারা “Thomson Twin” নামে বেশি পরিচিত। একমাত্র গোঁফের আকৃতিতে পার্থক্য ছাড়া তারা দেখতে পুরোপুরি একই রকম। “Cigars of the Pharaoh” বা “ফারাওয়ের চুরুট” গল্পে তাদের প্রথম দেখতে পাওয়া যায়। তারা বিভিন্ন সময় বিভিন্ন তদন্তকার্য সমাধান করতে গিয়ে সবকিছু গুলিয়ে-পাকিয়ে ফেলত। কখনও ভুল লোককে গ্রেফতার করা, কখনও মরুভূমিতে নিজেদের পায়ের ছাপ অনুসরণ করা কিংবা কখনও ভুলক্রমে চন্দ্রাভিযানে রওনা দেওয়ার মাধ্যমে পুরো কমিক সিরিজ জুড়ে তারা হাস্যরসের উপস্থিতি যোগ করেছে।

বইসমূহ
“Adventures of Tintin” এর উপর মোট ২৪টি কমিক বই রচিত হয়েছে। এগুলো হলো-
১. Tintin in the Land of Soviets (সোভিয়েত দেশে টিনটিন)
২. Tintin in the Congo (কঙ্গোয় টিনটিন)
৩. Tintin in America (আমেরিকায় টিনটিন)
৪. Cigars of the Pharaoh (ফারাওয়ের চুরুট)
৫. The Blue Lotus (নীলকমল)
৬. The Broken Ear (কানাভাঙা মূর্তি)
৭. The Black Island (কৃষ্ণদ্বীপের রহস্য)
৮. King Ottokar’s Sceptre (ওটোকারের রাজদন্ড)
৯. The Crab with the Golden Claws (কাঁকড়া রহস্য)
১০. The Shoting Star (আশ্চর্য উল্কা)
১১. The Secret of Unicorn (বোম্বেটে জাহাজ)
১২. Red Rackham’s Treasure (লাল বোম্বেটের গুপ্তধন)
১৩. The Seven Crystal Balls (মমির অভিশাপ)
১৪. Prisoners of the Sun (সূর্যদেবের বন্দি
১৫. Land of Black Gold (কালো সোনার দেশে)
১৬. Destination Unknown (চন্দ্রলোকে অভিযান)
১৭. Explorers on the Moon (চাঁদে টিনটিন)
১৮. The Calculus Affair (ক্যালকুলাসের কান্ড)
১৯. The Red Sea Sharks (লোহিত সাগরের হাঙর)
২০. Tintin in tibet (তিব্বতে টিনটিন)
২১. The Castafiore Emerald (পান্না কোথায়)
২২. Flight 714 to Sydney (ফ্লাইট ৭১৪)
২৩. Tintin and The Picaros (বিপ্লবীদের দঙ্গলে)
২৪. Tintin and Alph-art (আলফা কলা ও টিনটিন)